জরায়ুমুখ ক্যানসার: আগেভাগেই ঠেকানো সম্ভব: Uterus cancer, earlier protect able
জরায়ুমুখ ক্যানসার বিশ্বব্যাপী(worldwide) নারী-মৃত্যুর (women
death)অন্যতম
কারণ।
পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশেও প্রতিবছর প্রায়
১৮
হাজার
নারী(18 thousand women) নতুন
করে
জরায়ুমুখ ক্যানসারে( Uterus
cancer)আক্রান্ত হন
এবং
প্রতিবছর(each year) প্রায়
১২
হাজার
নারী
(12 thousand women)এই
ক্যানসারে মারা
যান।
জরায়ুমুখে মরণব্যাধি (death disease)ক্যানসার কারও
শরীরে
বাসা
বাঁধছে
কি
না,
তা
বের
করা
সম্ভব
‘প্যাপ
টেস্ট’
(pap test)নামের
একটি
পদ্ধতির মাধ্যমে।
‘প্যাপ টেস্টের’(pap test) মাধ্যমে জরায়ুমুখের কোষের(cell) পরিবর্তন নির্ণয় করা হয়। ব্রাশ (brash)অথবা স্পেকুলাম (spaculam)নামের সরঞ্জাম জরায়ুমুখে প্রবেশ করিয়ে জরায়ু থেকে কোষ সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে (laboratory)পাঠানো হয়। জরায়ুকোষে যেকোনো ধরনের পরিবর্তন ধরা পড়লেই বিশেষজ্ঞ চিকিৎসক(specialist) দ্রুত সুনির্দিষ্ট চিকিৎসা (treatment )শুরু করতে পারেন, যেন ভবিষ্যতে(future) রোগীর ক্যানসারে(cancer) আক্রান্ত হওয়ার আশঙ্কা না থাকে। see more However Cancer Prevent
যৌন সংস্পর্শ (sexual activities)এই রোগ ছড়ানোর প্রধান কারণ(main courage)। যৌন সক্রিয়(sex alive) প্রত্যেক নারীই(every woman) তাই এই ঝুঁকির(risk) আওতাভুক্ত। যেকোনো নারীর দৈহিক সম্পর্ক(sex relationship) শুরুর তিন বছর( every 3 years)পর থেকে বছরে (yearly)একবার ‘প্যাপ টেস্ট’(pap test) করা প্রয়োজন। যদি পর পর তিনটি পরীক্ষার ফলাফলে(pap test result) কোনো সমস্যা চিহ্নিত না হয়(find any problem), সে ক্ষেত্রে প্রতি তিন বছরে (every 3 years)একবার প্যাপ টেস্ট(pap test) করা যেতে পারে। মেনোপজ(menopause) অথবা জরায়ুর আংশিক অপসারণের (transfer)পরও প্যাপ টেস্ট অব্যাহত(continue pap test) রাখা দরকার। তবে ৭০ বছরের বেশি বয়স্ক নারীদের (70 years old woman)জন্য যদি বিগত ১০ বছরে (past 10 years)পর পর তিনটি পরীক্ষার ফলাফলে(medical lap test find no problem) কোনো সমস্যা না থাকে, তাহলে তাঁদের আর (no need pap test)প্যাপ টেস্ট করার প্রয়োজন নেই। অন্তঃসত্ত্বা নারীদের(pregnant woman)‘প্যাপ টেস্ট’ করা যেতে পারে। পিরিয়ডের সময়টুকু(avoid period time) বাদ দিয়ে মাসের যেকোনো দিন(any days of the month) আপনি প্যাপ টেস্টের জন্য(decide pap test) বেছে নিতে পারেন। তবে পরীক্ষাটির অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে দৈহিক মিলনে বিরত থাকতে হবে।(sexual activities not allow before 24 hours ago for medical pap test).
মনে রাখবেন (remember)জরায়ুমুখের ক্যানসার(verging cancer) কোনো ছোঁয়াচে রোগ(touching disease) নয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(human papiloma virus) (HPV) নামের একটি ঘাতক ভাইরাস এই রোগের জন্য দায়ী। সাধারণত(generally) বেশির ভাগ জীবদ্দশায় (more than lifetime)একাধিকবার এইচপিভি(HPV) ভাইরাস দ্বারা আক্রান্ত হন। একজন নারীর (woman)সহজাত প্রতিরোধ ক্ষমতা (natural antibody)বা কনডমের(condom) ব্যবহার কখনোই এই সংক্রমণের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধক(fixed protect able) হিসেবে কাজ করতে পারে না।
সম্প্রতি জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে অতি কার্যকর টিকা(vaccine) আবিষ্কৃত(invention) হয়েছে। পর পর তিন ডোজ টিকা(3 doss vaccine), নিয়মিত প্যাপ টেস্টের (regular pap test )মাধ্যমে স্ত্রিনিং, চিকিৎসকের পরামর্শ(take scanning specialist advice) এবং সাবধানতা(careful) জরায়ুমুখের ক্যানসর (Uterus cancer)প্রায় পুরোপুরি প্রতিরোধ (full protect)করতে পারে। see more- Uterus Cancer Symptoms and Treatments